ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে সাত বাসযাত্রী আহত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল বাংলানিউজকে জানান, জাহেদা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিলো।

পথে মহেশপুর এলাকায় বাসটি পাথর বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাত বাসযাত্রী আহত হয়।  

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুব বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।