ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীচরে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
কামরাঙ্গীচরে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরে কাউসার (২২) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকালে কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বাংলানিউজকে জানান, কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি রুমে ভাড়া থাকতেন কাউসার ও তার বন্ধু রনি।

কাউসার পেশায় রিকশাচালক ছিলেন। তার বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলায়। ধারণা করা হচ্ছে রনি তাকে ছুরিকাঘাত করে হত্যা পর পালিয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে বলেও জানান ওসি শাহিন।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।