ঢাকা: রাজধানীর মিরপুরে পশ্চিম শেওড়াপাড়ায় তেতুলিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় নুর ইসলাম শান্ত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় তেতুলিয়া পরিবহনে একটি বাস ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত শান্তর বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি।
এ ঘটনায় তেতুলিয়া পরিবহনের চালক সাইফুল ইসলামকে (২৭) আটকসহ বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি দাদন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এজেডএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।