ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় সড়ক অবরোধ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
টুঙ্গীপাড়ায় সড়ক অবরোধ প্রত্যাহার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ভোট পুনঃগণনার দাবিতে করা সড়ক অবরোধ তুলে নিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল শেখ ও তার সমর্থকরা।

সোমবার (২৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তারা সড়ক থেকে সরে যান।  

পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল শেখ জানান, বিয়টি তদন্ত করে দেখা করে বলে আশ্বাস দিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সানোয়ার হোসেন মিয়া।

তার এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে।  

এর আগে ভোট পুনঃগণনার দাবিতে সকাল ৯টায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কয়েক হাজার সমর্থক গোপালগঞ্জ-পাটগাতী সড়কের টুঙ্গীপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এসময় প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে তারা।  

বাংলাদেশ সময়: ১৩৫৫, মার্চ ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।