রোববার (২৪ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমগীর হোসেন ভূঁইয়া। আর সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস ফারজানা বেবী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ মার্চ (সোমবার) দিনগত রাতে উত্তরা ৩নং সেক্টরের নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে ওই দম্পতি দগ্ধ হন। এতে তাদের দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এজেডএস/আরআইএস/