সোমবার (২৫ মার্চ) জাতিসংঘের বাংলাদেশ তথ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে।
এতে আরো বলা হয়, জাতিসংঘ বাংলাদেশ সরকারের এই স্থানান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর আগে তাদের নিরাপত্তা ও জীবন-জীবিকা নিশ্চিত করতে আমরা আলোচনা করছি।
ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে সরকারের পদক্ষেপ খুব সুস্পষ্ট করা প্রয়োজন। রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরে মানবিক সাড়া দেওয়া সংক্রান্ত কারিগরি সমীক্ষা খুবই সতর্কতার সঙ্গে করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্থানান্তরে তাদের নিজেদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
টিআর/জেডএস