সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের সাধারণ মানুষ আর নিরাপদে নেই।
বক্তারা আরও বলেন, গত ১৮ মার্চ যে কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তাদের কি দোষ ছিল যে, এভাবে তাদের হত্যা করা হলো। স্বাধীন দেশে সন্ত্রাসীরা মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করে যাচ্ছে তাতে আমরা এই এলাকায় দিনদিন আতঙ্কিত হয়ে পড়ছি। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দর শুক্কুর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর ছবুর এবং ১৮ মার্চে ঘটনায় নিহতদের স্বজনরা।
মানববন্ধন শেষে অত্র এলাকার সংঘবদ্ধ জনগণরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারোয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
আরএ