ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
সিলেটে দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা

সিলেট: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় সিলেটে দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে শহরের চৌহাট্টা আলপাইন রেস্টুরেন্ট ও মিরবক্সটুলা পারকৌড়ি রেস্টুরেন্টকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিদফতর।

জাতীয় ভোক্তা অধিদফতর ‍সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্রিজ থেকে পচা সবজি, পোড়া তেল জব্দ করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়।

এসময় পানকৌড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আলপাইন রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জরিমানা আদায়ক্রমে মামলার নিষ্পত্তি হয়। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।