সোমবার (২৫ মার্চ) ভোরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত দু’জন হলেন- খিলক্ষেত স্কুলপাড়া এলাকার মাকসুদা বেগম (৩৬) ও ভাটারার কুড়িল এলাকার জহিরুল ইসলাম রিফাত (২০)।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে রোববার (২৪ মার্চ) রাত ১২টার দিকে খিলক্ষেত স্কুলপাড়ার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মাকসুদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মাকসুদা চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের ফজলু ভূঁইয়ার মেয়ে। তিনি খিলক্ষেত স্কুলপাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন।
এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান এসআই মশিউর।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হাসান বাংলানিউকে জানান, খবর পেয়ে রোববার (২৪ মার্চ) দিনগত রাতে ভাটারার কুড়িল এলাকার একটি ভবনের পঞ্চমতলা থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রিফাত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের আব্দুল হক মৃধার ছেলে। তিনি ভাটারার কুড়িল এলাকার ক/৪৬/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান এসআই আলী হাসান।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এজেডএস/আরআইএস/