সোমবার (২৫ মার্চ) সকালে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইউনিসেফের আর্থিক সহযোগিতায়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিপসম, আইসিএমএইচ এর বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।
বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের ডিভিশনাল ডিরেক্টর আমিনুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রশিক্ষক ডা. সাজ্জাদুর, ডা. সাব্বির, ডা. অপু ও ডা. লাইজুন নাহার। কর্মশালায় জেলার সবক’টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, বর্তমান সরকার দেশের মানুষের দারিদ্য দূরীকরণের ব্যাপারে সাফল্য অর্জনের পর গুরুত্বারোপ করছে জনস্বাস্থ্য পুষ্টির ব্যাপারে। আর সেটি নিশ্চিত করতেই বাস্তবায়িত হচ্ছে এ কর্মসূচি।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএইচডি/আরবি/