ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ডিবির অভিযানে আটক ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ময়মনসিংহে ডিবির অভিযানে আটক ৮

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি ও ৭৮ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ মার্চ) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আটকরা হলেন- জুয়াড়ি বোরহান উদ্দিন (৪৫), আব্দুল কাদির (৫০), হারুনুর রশিদ (৩৩), ইব্রাহিম (৪০), রিপন (৪৮), মাদকবিক্রেতা ফারুক মিয়া (৩৬), সোমা আক্তার (৩২) ও সাদ্দাম হোসন (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোমবার বিশেষ অভিযান চালিয়ে নান্দাইলের চৌরাস্তা থেকে নগদ ১ হাজার ৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ওই পাঁচ জুয়াড়িকে আটক করা হয়।  

এছাড়া ভালুকার মেহেরাবাড়ী ও টিএনটিমোড় এবং তারাকান্দার কাশিগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।