ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ভ্যান ভর্তি সরকারি বইসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
গোবিন্দগঞ্জে ভ্যান ভর্তি সরকারি বইসহ যুবক আটক সরকারি বইসহ আটক ফরিদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্যান ভর্তি মাধ্যমিক লেভেলের সরকারি বইসহ ফরিদুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা সদরের একটি ভাঙারির দোকান থেকে তাকে আটক করা হয়। ফরিদুল উপজেলার দঘুরিয়া খালাসপীর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভাঙারির দোকানে সরকারি বই বিক্রি হচ্ছে, এমন গোপন খবরে দুপুরে ওই দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে সরকারিভাবে বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিক লেভেলের এক ভ্যান ভর্তি বইসহ ওই দোকানের কর্মচারী ফরিদুলকে আটক করা হয়।

বিষয়টি তদন্ত করে দেখাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।