সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা সদরের একটি ভাঙারির দোকান থেকে তাকে আটক করা হয়। ফরিদুল উপজেলার দঘুরিয়া খালাসপীর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভাঙারির দোকানে সরকারি বই বিক্রি হচ্ছে, এমন গোপন খবরে দুপুরে ওই দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে সরকারিভাবে বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিক লেভেলের এক ভ্যান ভর্তি বইসহ ওই দোকানের কর্মচারী ফরিদুলকে আটক করা হয়।
বিষয়টি তদন্ত করে দেখাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসআরএস