ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
বরিশালে ইয়াবাসহ যুবক আটক

ব‌রিশাল: বরিশালে ডায়াবেটিক হাসপাতাল থেকে ২৫ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের বান্দ রোডে ডায়াবেটিক সমিতি পরিচালিত অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। সুমন ওই হাসপাতালের রিসিপশনিস্ট পদে চাকরি করতেন।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক হাসপাতালে রিসিপশনিস্টের চাকরির আড়ালে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন সুমন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডায়াবেটিক হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।