সোমবার (২৫ মার্চ) দিবসটি উপলক্ষে কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক ও কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সুজেয় শ্যাম বলেন, একাত্তরে ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার চিত্র সবার সামনে তুলে ধরেন।
তিনি বলেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা ও সাধারণ মানুষের উপর পরিচালিত এমন গণহত্যার নজির পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।
তিনি এইদিনে আত্মত্যাগকারী শহীদদের আত্মার শান্তি কামনা করেন ও তাদের আদর্শে নিজেদের দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি গণহত্যা দিবসের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করায় প্রতিষ্ঠান প্রধানসহ সবাইকে ধন্যবাদ জানান।
সভাপতি তার বক্তব্যে ২৫ মার্চের কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাদের আত্মত্যাগের মহিমাকে বুকে ধারণ করে সবাইকে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এএটি