ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
শাহজাদপুরে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা সেলিম আহমেদ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সেলিম আহমেদ নামে এক পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার এ রায় দেন।  

এর আগে, দুপুরের দিকে উপজেলার মনিরামপুর গ্রামে তার নিজ বাড়িতে খোলা চেম্বারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খাঁন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজের নামের সঙ্গে ডাক্তার ও ডিএমএ পদবি সম্বলিত প্যাড ছাপিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নেওয়া সেলিম আহমেদ। তিনি দ্বারিয়াপুর বাজারের কাদের ড্রাগ হাউজ ও মনিরামপুর নিজ বাড়িতে চেম্বার খুলে রোগীদের নানা রকম পরীক্ষা-নিরীক্ষা ও ব্যবস্থাপত্রও দিয়ে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে পল্লী চিকিৎসক হলেও তার ছাপানো প্যাডে নামের আগে ডাক্তার ও শেষে ডিএমএ পদবী লেখা দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-২০১০ আইনে তাকে এক লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতে ডাক্তার ও ডিএমএ পদবী ব্যবহার করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন- শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেনসহ পুলিশ সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।