ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মোমবাতি জ্বালিয়ে গণহত্যা দিবস পালন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
গোপালগঞ্জে মোমবাতি জ্বালিয়ে গণহত্যা দিবস পালন 

গোপালগঞ্জ: আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গোপালগঞ্জে গণহত্যা দিবস পালন করা হয়েছে। 

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে একটি আলোর মিছিল বের হয়।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ কামাল স্টেডিয়ামের পাশে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের সমানে গিয়ে শেষ হয়।

পরে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

পরে সেখানে জেলা উদীচী সংসদের সভাপতি মো. নাজমুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসুন মণ্ডল বক্তব্য রাখেন।  

এসময় বক্তরা ২৫শে মার্চের রাতকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দেয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২১০৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।