সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহানগরের আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
২৫ মার্চ গণহত্যার কালরাত স্মরণ এবং এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ২৫ মার্চের এক রাতে পাকিস্তানি পিশাচরা যতো মানুষ হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তাই এ দিনটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
এসময় ভাষাসৈনিক আবুল হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল ও জেলার সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামারুজ্জামান, কলামিস্ট প্রশান্ত সাহা, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কল্পনা রায়, প্রকৌশলী তাজুল ইসলাম, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসএস/আরবি/