সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে সাভারের রানা প্লাজা ও চাপাইন মডেল স্কুল শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে তারা আলোর মিছিল বের করে সাভারের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় ছাত্র ইউনিয়নের ঢাকা জেলার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল শাওন, সদস্য রাফসান, সাভার থানা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক খালিদ রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক বাবলু ইসলাম অর্ণবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ঢাকা জেলার ধামরাই থানায়ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্র ইউনিয়ন ধামরাই থানা সংসদ। উপজেলার বারবাড়ীয়া ভোলানাথ স্কুল আ্যান্ড কলেজে শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বলন করে তারা।
এসময় ধামরাই থানা ছাত্র ইউনিয়নের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলামসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এনটি