সোমবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা অলিপাড়া এলাকায় নিজেদের বাড়ি থেকে পুলিশ রোকসানার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, কালীগঞ্জের ভাটিরা অলিপাড়া এলাকার মৃত রমিজ উদ্দিন শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে একই উপজেলার চৌড়া নয়াবাড়ি এলাকার ইসমাইল শেখের মেয়ে রোকসানা আক্তারের বিয়ে হয়।
তবে রোকসানার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী হুসাইন শেখ। পরে খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোকসানার বাবা ইসমাইল শেখ জানান, পারিবারিক কলহের জেরে প্রায় সময়ই রোকসানাকে তার স্বামী মারধর করতো। সোমবারও তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া চেষ্টা করছে শ্বশুর বাড়ির লোকজন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রোকসানা আত্মহত্যা করেছেন। তবে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে রোকসানার স্বামী পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
আরএস/এইচএ/