জাতীয় গণহত্যা দিবস পালনে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সোমবার (২৫ মার্চ) রাতে এই ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।
রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সিলেটের প্রায় সব জায়গায় ১ মিনিটের জন্য বিদ্যুতের আলো নিভে যায়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদের অনুষ্ঠান চলাকালে ঘড়ির কাঁটায় ৯টা বাজতেই অনুষ্ঠান বন্ধ রেখে সব আলো নিভিয়ে ১ মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়।
এছাড়া সিলেটের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অলোক প্রজ্বলন করে কালরাতে শহীদদের স্মরণ করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।
বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এনইউ/এইচএ/