ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালরাত্রি স্মরণে ‘ব্ল্যাক আউট’ সিলেটেও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
কালরাত্রি স্মরণে ‘ব্ল্যাক আউট’ সিলেটেও

সিলেট: একাত্তরের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে সারাদেশের মতো প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করেছে সিলেটবাসীও।

জাতীয় গণহত্যা দিবস পালনে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সোমবার (২৫ মার্চ) রাতে এই ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।
 
রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সিলেটের প্রায় সব জায়গায় ১ মিনিটের জন্য বিদ্যুতের আলো নিভে যায়।


 
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদের অনুষ্ঠান চলাকালে ঘড়ির কাঁটায় ৯টা বাজতেই অনুষ্ঠান বন্ধ রেখে সব আলো নিভিয়ে ১ মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়।  

এছাড়া সিলেটের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অলোক প্রজ্বলন করে কালরাতে শহীদদের স্মরণ করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।   
 
বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।