ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসে খুলনায় সাইকেল র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
স্বাধীনতা দিবসে খুলনায় সাইকেল র‌্যালি দুই শতাধিক বাইসাইকেল নিয়ে খুলনায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

খুলনা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই শতাধিক বাইসাইকেল নিয়ে খুলনায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় মহানগরীর শিববাড়ি মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে সোনাডাঙ্গা-গল্লামারী-ময়লাপোতা-রয়েলের মোড়-রূপসা স্ট্যান্ড-নতুন বাজার-জিলা স্কুল-ডাকবাংলা-ফেরিঘাট হয়ে শিববাড়ী মোড়ে এসে শেষ হয়।

স্বাধীনতা তুমি নিরাপদে থেকো সড়কে, খাদ্যে আর জীবনে- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা রাউন্ড টেবিল ও খুলনা সাইক্লিস্টের যৌথ আয়োজনে দুরন্ত বাই-সাইকেলের সার্বিক সহযোগিতায় এ সাইকেল র‌্যালি (স্বাধীনতা রাইড-২০১৯ ) অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মুন্সী আইয়ুব আলী, সহকারী কমান্ডার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, খুলনার মেয়ে ও ১০০তম দেশ ভ্রমণকারী প্রথম বাংলাদেশি কাজী আসমা আজমেরী।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাপেক্স ক্লাব অব খুলনার সদস্যরা, ঢাকা রাউন্ড টেবিলের ভাইস চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ, সদস্য আসিফ মো. সাকিব, রবিউল ইসলাম, খুলনা রাউন্ড টেবিলের সদস্য রেজওয়ান ওয়ালিদ অন্তু, জানে আলস শামস, নাজমুল হোসেন, ফয়সাল শাওন, নাজমুল সুমন, জুনায়েদ রাজু, কামরুল, আশফাকুল  রনি, তন্ময়, খুলনা সাইক্লিস্টের মো. সবুজ হোসেন, রাব্বানী ভুঁইয়া, মোস্তফা কামাল,  শরিফুল ইসলাম হিরণ, মোসলেহ উদ্দিন দুরন্ত বাই সাইকেল আর এফ এল এর ব্রান্ড ম্যানেজার এ. এম. রকিকুল হাসান, ডেপুটি ম্যানেজার অভিক জামিল।

সাইকেল র‌্যালির সমন্বয় করেন ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান এজাজ মাহমুদ রনি।

বাংলাদেশসময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।