মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া ৯টায় কুমিল্লার সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত রিয়া সাহা সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
দুর্ঘটনায় আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানান, স্বাধীনতা দিবসের র্যালিতে অংশগ্রহণের জন্য উপজেলায় যাওয়ার পথে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত বোরহান জানান, আহত পাঁচজন ছাত্রীই চিকিৎসাধীন।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসএ/