ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বাংলাদেশের পতাকা হাতে শুভেচ্ছা জানানোর ছবি
ঢাকা: মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
মঙ্গলবার (২৬ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন।
আমাদের বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং আগামীতে এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করি। ’
ফেসবুকে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বাংলাদেশের পতাকা হাতে শুভেচ্ছা জানানোর একটি ছবিও পোস্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
টিআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।