মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দেখা দেয় এ অবস্থা।
হঠাৎ সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা রাতের অন্ধকারে ছেয়ে যায় এলাকা।
ফরিদ নামে এক ব্যক্তি বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ অন্ধকারে ছেয়ে যায় এলাকা। সঙ্গে কিছুক্ষণের মধ্যে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি।
আব্দুর রহিম নামে এক সাংবাদিক বাংলানিউজকে জানান, সকালে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষের দিকে সেসময় হঠাৎ অন্ধকার নেমে আসে। কিছুক্ষণের মধ্যে ঝড়ো হাওয়া শুরু হলে একপর্যায়ে বৃষ্টি নেমে আসে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৯টা পর্যন্ত ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ মিলিমিটার। পরে দুপুর ১২টায় ফের বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ মিলিমিটার।
কালবৈশাখী ঝড়ের লক্ষণের কারণে ঝড়ো হাওয়ার পরিমাণ বেশি ছিল বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
আরএ