ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দিনেই রাতের আঁধার, সঙ্গে ঝড়ো বাতাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
পঞ্চগড়ে দিনেই রাতের আঁধার, সঙ্গে ঝড়ো বাতাস দিনেরবেলায় রাতের অন্ধকার। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে হঠাৎ যেন রাতের অন্ধকার নেমে এসেছে। পাশাপাশি শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। এ কারণে এলোমেলো হয়ে পড়েছে জেলার পরিবেশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দেখা দেয় এ অবস্থা।  

হঠাৎ সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা রাতের অন্ধকারে ছেয়ে যায় এলাকা।

তবে ঝড়ো হাওয়ায় জেলায় তেমন কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি।

ফরিদ নামে এক ব্যক্তি বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ অন্ধকারে ছেয়ে যায় এলাকা। সঙ্গে কিছুক্ষণের মধ্যে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি।

ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি।  ছবি: বাংলানিউজ আব্দুর রহিম নামে এক সাংবাদিক বাংলানিউজকে জানান, সকালে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষের দিকে সেসময় হঠাৎ অন্ধকার নেমে আসে। কিছুক্ষণের মধ্যে ঝড়ো হাওয়া শুরু হলে একপর্যায়ে বৃষ্টি নেমে আসে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৯টা পর্যন্ত ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ মিলিমিটার। পরে  দুপুর ১২টায় ফের বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ মিলিমিটার।

কালবৈশাখী ঝড়ের লক্ষণের কারণে ঝড়ো হাওয়ার পরিমাণ বেশি ছিল বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।