ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ওই নারী কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সাড়ে ১০টার দিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌঁছানো মাত্রই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এতে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরণে একটি রঙিন শাড়ি ও কালো রঙের বোরকা পরা ছিলেন বলে জানান স্টেশন মাস্টার।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।