ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিএম কলেজ ছাত্রাবাসে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
বিএম কলেজ ছাত্রাবাসে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ছাত্রের মৃত্যু

বরিশাল: বরিশাল সরকারি বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) ছাত্রাবাসের সি ব্লকের বেলকুনিতে এ ঘটনা ঘটে।  

নিহত আবু বকর সিদ্দিক মানিক বিএম কলেজের মাস্টার্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন ও ছাত্রাবাসের ১২৩ নম্বর রুমে থাকতেন।

তিনি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর ধানডোবা এলাকার আব্দুল সালাম সরদারের ছেলে।  

মানিকের সহপাঠীরা জানান, দুপুর দেড়টার দিকে মানিক গোসল করে বেলকুনিতে যান। এসসময় হিটারের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।  

মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার।

বাংলা‌দেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।