মঙ্গলবার (২৬ মার্চ) রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, দড়াটানা মোড়ের আহম্মেদ ট্রেডার্স, জনতা লাইব্রেরি ও একটি স্টিলের দোকান।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১০টার দিকে দড়াটানার গরীব শাহ রোডস্থ বইয়ের দোকান আহমদ ট্রেডার্সের পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘরের দরজা বন্ধ থাকায় দাউ দাউ করে পার্শ্ববর্তী স্টিলের দোকান, জনতা লাইব্রেরিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে প্রতক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বাংলানিউজকে বলেন, তাৎক্ষণিকভাবে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
ইউজি/এএটি