ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৪ রোহিঙ্গা নারী উদ্ধার, ২ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
রাজধানীতে ৪ রোহিঙ্গা নারী উদ্ধার, ২ পাচারকারী আটক

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ঢাকায় আনা চার রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব-৩। এসময় বিপুল সংখ্যক পাসপোর্ট ও ভুয়া জন্ম নিবন্ধনের কপিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান বাংলানিউজকে বলেন, খিলগাঁও থেকে চারজন রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে।

অভিযানে পাচারকারী এক সদস্য ও একজন পাসপোর্ট দালালকে আটক করা হয়েছে।  

এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, পাসপোর্টের ফরম ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।