বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এলাকার ইটাভাড়া ব্রিজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাকির একই এলাকার আবুল হাসেমের ছেলে।
জাকিরের ভাই আব্দুল কাদির জানান, তার ভাই অটোরিকশা চালাতেন। বুধবার (২৭ মার্চ) রাত থেকে নিখোঁজ ছিলেন জাকির। সকালে ব্রিজের সামনে থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার হয়।
কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসআরএস