বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আশরাফুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশরাফুল নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সচিবালয়ের ভেতরের ১১ নম্বর ভবনের সাততলায় নির্মাণ কাজ করছিলেন আশরাফুল। এ সময় অসাবধানবশত আশরাফুল পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের গাড়িচালক জুম্মন বাংলানিউজকে বলেন, ওই শ্রমিক সাততলা থেকে পড়ে গিয়ে চারতলায় লোহার পাইপের সঙ্গে আটকে ছিলো। সেখানে তার থুঁতনির নিচ দিয়ে লোহার রড ঢুকে যায়। পরে অন্য নির্মাণ শ্রমিক এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শ্রমিকের সঙ্গে কোনো নিরাপত্তা বেল্ট ছিলো না।
এদিকে সচিবালয়ের ভেতরে এমন নিরাপত্তাহীনতায় কাজ করা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/এমআইএইচ/এএটি