বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে কাজ করছে ১৩ ইউনিট।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্ডিকা (৪৬) নামে শ্রীলংকার একজন নাগরিক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত নিজেই বাংলানিউজকে জানান, তিনি বনানীর ওই ভবনে ১০ তলার একটি অফিসে কাজ করেন। অগ্নিকাণ্ডের পর পরই তাড়াহুড়া করে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/এএটি