ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীকে গণধর্ষণের অ‌ভিযোগে গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
শিক্ষার্থীকে গণধর্ষণের অ‌ভিযোগে গ্রেফতার ৫

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের (গাসিক) হায়দারাবাদ এলাকায় এক শিক্ষার্থীকে গণধর্ষণের অ‌ভিযো‌গে পাঁচজনকে গ্রেফতার করেছে পু‌লিশ।

বুধবার (২৮ মার্চ) রাতে হায়দারাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলেন- সোহান রানা, সম্রাট, তপু, মিরাজ ও আলা‌মিন।

 

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. নাজমুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী গত এসএস‌সি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা শেষে তিনি পূবাই‌ল থানাধীন হায়দারাবাদ এলাকায় ফুপুর বা‌ড়ি বেড়াতে যান। গত ২০ মার্চ ওই শিক্ষার্থী হায়দারাবাদ স্কুল মাঠে আয়ো‌জিত এক সাংস্কৃ‌তিক অনুষ্ঠান দেখতে যান। অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে ফুপুর বা‌ড়িতে ফেরার ‌পথে পূর্ব প‌রি‌চিত মিরাজ স্কুলের অদূরে ভাঙা ব্রিজের পাশে তাকে ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই শিক্ষার্থীকে সোহান, সম্রাট ও তপু পালাক্রমে ধর্ষণ করে। এ সময় বাকী অন্য আসামিরা ধর্ষণ কাজে সহযো‌গিতা করেন।  

এ ঘটনার পর বুধবার (২৭ মার্চ) ওই শিক্ষার্থীর বাবা বা‌দী হয়ে পূবাইল থানায় মামলা দায়ের করেন। পরে পু‌লিশ রাতে হায়দারাবাদ এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। ওই শিক্ষার্থী বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন বলেও জানান ওসি নাজমুল।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।