তারা বলছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে এসেছে। কিন্তু তারা কোনো কাজ করতে পারছে না।
এছাড়া সঙ্গে সঙ্গে আগুনের খবর পেয়েও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছেন বলে অভিযোগ করছে প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুনের সূত্রপাত হয়। এতে ওই ভবনে আটকা পড়েছেন বহু মানুষ। বেশ কয়েকজন জীবনের ঝুঁকি নিয়ে গ্রিল ধরে নেমেছেন। তাদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ধারণা করে বলা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পৌঁছেছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/টিএ