ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগ-কুড়িল হবে মডেল সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
মালিবাগ-কুড়িল হবে মডেল সড়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেয়র আতিকুল ইসলাম/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে কুড়িলের প্রগতি সরণি পর্যন্ত সড়কটিকে মডেল সড়ক হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি।

মেয়র বলেন, নিরাপদ সড়ক ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে এই সড়কটিকে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে মডেল সড়ক হিসেবে গড়ে তোলা হবে।

 

‘পথচারীদের যত্রতত্র সড়ক পারাপার বন্ধে পুরো সড়কটির আইল্যান্ডে বসানো হবে ফেন্সিং বা লোহার গ্রিল। শুধু নির্দিষ্ট জায়গাতেই যেন পথচারীরা পার হতে পারেন তার জন্য থাকবে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস। ’

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএইচএস/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।