বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে রাজারহাট পিকনিক কর্নার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামের সুব্রত বৈরাগী।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, রূপদিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনা যশোরে যাওয়ার পথে রাজারহাট পিকনিক কর্নার এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুব্রত। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় আরও একজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, রাজারহাটে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ জনের নাম জানা গেলেও বাকী অন্য জনের তার নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি অপূর্ব।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ইউজি/আরআইএস/