ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
বাকেরগঞ্জে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে শাকিল (১৭) নামে ১০ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে, ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার জন্য।

নিহত শাকিল বাকেরগঞ্জ উপজেলার চুনাখালীর খোদাবক্সকাঠী এলাকার বাবুল খানের ছেলে ও শিয়ালগুনি জামের উদ্দিন মেমোরিয়াল ইনস্টিটিউটের ১০ শ্রেণির ছাত্র ছিলো।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এর আগে বুধবার (২৭ মার্চ) দিনগত মধ্যরাতে বাড়ির পাশের একটি জামগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের স্বজনরা জানান, বাড়ির পাশের ফিরোজের মেয়ের সঙ্গে শাকিলের প্রেমের সম্পর্ক ছিলো। এর কারণে ফিরোজের পরিবার শাকিলের পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলো।

বুধবার রাত ১০টার দিকে শাকিলকে ফিরোজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে ফিরোজের ঘরের পাশের জাম গাছে শাকিলের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর প্রথমেই মরদেহের কথা জানিয়ে ফিরোজের স্ত্রী ডলি বেগমের চিৎকার করে।

নিহতের স্বজন খোকন খান জানান, গাছের সঙ্গে মরদেহ এমনভাবে ঝোলানো ছিলো, যে তাতে বোঝা যাচ্ছিলো শাকিল আত্মহত্যা করেননি। তাকে ওখানে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিলো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জুবায়েরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও মরদেহের সুরতহালের পর মর্গে পাঠানো হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।