বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, বুধবার (২৭ মার্চ) দিনগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অপু আহমেদ (২২), একলাশপুর এলাকার সামছুল হক মেম্বারের ছেলে রেজাউল হক রনি (২৩) ও মীরওয়ারিশপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২০)।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ম্যাগজিনসহ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি রামদা ও একটি শাবল।
আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসআরএস