বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে যশোর বাস টার্মিনাল এলাকার চাকলাদার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আলেক সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে জানান, দুপুরে বাইসাইকেল চালিয়ে শহরে দিকে যাচ্ছিলেন আলেক। পথে চাকলাদার ফিলিং স্টেশনের সামনে এলে খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ইউজি/আরবি/