বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজাপুর থানায় নিহত শুভর বাবা আব্দুল্লাহ আল মাহবুব বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, শুভকে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২০ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলা দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মঈন।
এর আগে, গত ২৫ মার্চ সন্ধ্যায় রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকার ইসরাফিল হাওলাদারের ছেলে নেয়ামত উল্লাহসহ কয়েকজন যুবক পিকনিকের কথা বলে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
পরে উপজেলার কলাকোপা বিলেরবাড়ী এলাকায় শুভর গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশী রেনু বেগম তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমএস/আরআইএস/