ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীর উদ্দেশে যাচ্ছে ২০ অ্যাম্বুলেন্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
বনানীর উদ্দেশে যাচ্ছে ২০ অ্যাম্বুলেন্স বনানীর এফ আর টাওয়ারে জ্বলছে আগুন-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সরকারি ও বেসরকারি মিলে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লাগে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতালের আশপাশে অবস্থান করছিল।

তাদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসতে। ২০টির মতো অ্যাম্বুলেন্স বনানীর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এছাড়া আমাদের সরকারি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আহতদের উন্নত চিকিৎসার দেওয়ার জন্য হাসপাতালে সব ডিপার্টমেন্টের চিকিৎসকরা প্রস্তুত আছেন।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে কাজ করছে ১৩ ইউনিট।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্ডিকা (৪৬) নামে শ্রীলংকার একজন নাগরিক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নিজেই বাংলানিউজকে জানান, তিনি বনানীর ওই ভবনে ১০ তলার একটি অফিসে কাজ করেন। অগ্নিকাণ্ডের পর পরই তাড়াহুড়া করে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।