বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী হওয়া আমার জীবনের বড় পাওয়া।
তিনি আরও বলেন, সড়কের ওপর নির্ভরশীলতা কমিয়ে রেল, নৌ ও আকাশপথসহ সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এনটি