ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে

পঞ্চগড়: রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল ব্যবস্থাকে আধুনিক ও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়েতে বিদ্যমান সব অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করা হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী হওয়া আমার জীবনের বড় পাওয়া।

বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা ব্যহত হয়। মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আমাদের এখন অনেক দায়িত্ব। বর্তমান সরকারের ওপর জনগণ যে আস্থা রেখেছে তা আমাদের রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, সড়কের ওপর নির্ভরশীলতা কমিয়ে রেল, নৌ ও আকাশপথসহ সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।  

অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।