একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ
ঢাকা: রাজধানীর বনানীর ২২তলা বিশিষ্ট এফ আর টাওয়ারের ভয়াবহ আগুনে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। এখনও অনেকে ভিতরে আটকে রয়েছেন বলেও জানা যায়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর তিনটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, আমরা এখন পর্যন্ত আগুনের ঘটনায় দু’জনকে পেয়েছি।
‘এদের মধ্যে একজনকে ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।
যখন আনা হয় তখনই তার দেহে প্রাণ ছিল না। বয়স আনুমানিক ৩০ বছর হবে। আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। ’
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডেএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।