এফ আর টাওয়ারে আটকা পড়েছেন অনেকে-ছবি-ডি এইচ বাদল
ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ভবনের বিভিন্ন তলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দেশে আটকা পড়া মানুষ হাত নেড়ে তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। ধোঁয়া থেকে বাঁচতে আটকা পড়া মানুষদের উদ্দেশে ফায়ারা সার্ভিসের কর্মীরা কাপড় ছুড়ে মারছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বেলা ৩টা ৪৫ মিনিটে ১২ তলা থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। একজন মানুষকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে হাজারও উৎসুক জনতা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।
আটকে পড়াদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে হেলিকপ্টার।
উদ্ধারকৃতদের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে। হাজারও উৎসুক জনতার ঢলে রুদ্ধ রয়েছে গুলশান-বনানীর সড়ক।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমআইএস/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।