বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (২৭ মার্চ) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন টাউন হল এলাকায় বর্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক শহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি জেএমবি’র সক্রিয় সদস্য। শহিদুল বামনা আলিয়া মাদরাসা থেকে দাখিল পাস করেন ও পেশায় তিনি মুদি দোকানদার। শহিদুল ২০১২ সালে আউয়াল সিরাজ ওরফে সিরাজ, আতিকুর রহমান ওরফে শাওন ওরফে বাবু, হাসান ওরফে মেহেদীসহ জেএমবির সদস্যের মাধ্যমে গোপনে জেএমবির কর্মকাণ্ডে সম্পৃক্ত হন।
আটক মাহমুদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তিনি জেএমবি’র সক্রিয় সদস্য। তিনি গৌরীচন্না টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাশ করেন ও পেশায় একজন মুদি দোকানদার। মাহমুদ ও শহিদুল ২০১২ সালে আল আমিন, মাইনুদ্দিন, মেহেদী হাসান ওরফে মিরাজসহ জেএমবি’র সদস্যের মাধ্যমে গোপনে জেএমবি’র কর্মকাণ্ডে সম্পৃক্ত হন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমএস/আরআইএস/