ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীর আগুনে আরো একজনের মৃত্যু, সংখ্যা বাড়ার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
বনানীর আগুনে আরো একজনের মৃত্যু, সংখ্যা বাড়ার আশঙ্কা নিহত আব্দুলাহ ও তার পরিচয়পত্র/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের আগুনে দগ্ধ হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিলে আব্দুল্লাহ আল ফারুক নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঢামেক বার্ন ইউনিটের প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকার বাংলানিউজকে বলেন, আমাদের এখানে কিছুক্ষণ আগে দুই রোগী এসেছিল। এদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক নামে একজন দগ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।

আবু হোসেন নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া এক দগ্ধ যুবককে মৃত ঘোষণা করা হয়। ওই হাসপাতালে ৩০ জনের বেশি আহত ব্যক্তি এখনও চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢামেকে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

এ নিয়ে বনানীর আগুনের ঘটনায় দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলো। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  

সবশেষ খবর অনুযায়ী, এফ আর টাওয়ারের আগুনের তীব্রতা একটু কমেছে। তবে পুরো টাওয়ার এখনও ধোঁয়াচ্ছন্ন। এখনও কেউ আটকে রয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।