ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অনেকের সঙ্গে আটকা পড়েছিলেন মুইদ আহমেদ কুমার। ভবনটির ১১ তলা থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
মুইদ ইউ আর সার্ভিসেস বাংলাদেশ নামক একটি ফরওয়ার্ডিং কোম্পানিতে কর্মরত আছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমরা শুনলাম আগুন লেগেছে।
তিন-চার মিনিটের মধ্যে আমাদের অফিসে আমরা লক হয়ে গেছি। আমাদের ফ্লোরে এখনও আগুন লাগেনি। শুধু ধোঁয়া আর তাপ। তাপেই আমাদের এমডি স্যারের পুরো হাত পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটে এফ আর টাওয়ারে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
ভবনে আটকে পড়াদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯ এসএইচএস/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।