ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভবন মালিকদের ডাকা হবে, অনিয়ম আর সহ্য করা হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ভবন মালিকদের ডাকা হবে, অনিয়ম আর সহ্য করা হবে না ঘটনাস্থলে এমপি ফারুক/ছবি: বাংলানিউজ

ঢাকা: অগ্নিকাণ্ড থেকে ভবিষ্যতে বাঁচার উপায় বের করতে হবে জানিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, আমি ভবন মালিকদের ডাকবো, তাদের কাছে ভবনের কাগজপত্র চাইবো। 

বুধবার (২৮ মার্চ) দুপুরে বনানীর ১৭ নম্বর সড়কে এফ আর টাওয়ারে আগুনের পর বিকেলে ঘটনাস্থলে এসে একথা বলেন তিনি।

এমপি ফারুক বলেন, আমি কাউকে খাতির করবো না, সব ভবন মালিকদের চিঠির মাধ্যমে ডেকে পাঠাবো।

তাদের কাছে জানতে চাইবো কীভাবে আপনারা হাইরাইজ বিল্ডিং নির্মাণ করেছেন, একটা ভবনের সঙ্গে আরেকটা ভবন লাগানো। তাদের কাছ থেকে সব ধরনের কাগজপত্র চাইবো। এসব অনিয়ম আর সহ্য করা হবে না।

এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, শুধুমা সতর্ক থাকার কারণে আমাদের ভাগ্য ভালো যতো সংখ্যক আহত হওয়ার কথা ছিল তা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।