ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘অফিসে আগুন লেগেছে, তোরা আমার জন্য দোয়া করিস’

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
‘অফিসে আগুন লেগেছে, তোরা আমার জন্য দোয়া করিস’ নিখোঁজ মামার খোঁজে চার ভাগনি/ছবি: বাংলানিউজ

ঢাকা: বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের ১০ তলায় থাকা মনির হোসেন সরদারকে (৫৫) খুঁজে বেড়াচ্ছে তার চার ভাগনি। অগ্নিকাণ্ডের সময় এক ভাগনিকে মনির ফোন দিয়ে জানিয়েছিলেন অফিসে আগুন লেগেছে, কি হবে জানি না। তোরা আমার জন্য দোয়া করিস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার ঠিক আগে নিখোঁজ মনিরের খোঁজ করতে করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তার চার ভাগনি।  

নিহত মনিরে ভাগনি সোহরাওয়ার্দী কলেজে অনার্সের ছাত্রী রোকসানা আক্তার চম্পা বাংলানিউজকে বলেন, মামা আমাদের নিয়ে সবুজবাগের আহমদ নগর এলাকায় থাকেন।

মামি ও এক কন্যা থাকেন ফিলিপাইনে। তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। বনানীর ওই ভবনের ১০ তলায় একটি কোম্পানিতে মামা চাকরি করেন।  

‘ঘটনার সময় আনুমানিক দুপুর ১টার দিকে আমাকে মোবাইলে ফোন দিয়ে মামা বলেন, আমার অফিসে আগুন লেগেছে, কি হবে জানি না। তোরা সবাই আমার জন্য দোয়া করিস। ওই কথাই মামার সঙ্গে শেষ কথা। তারপরে তার মোবাইলে অনেকবার চেষ্টা করেও কোনো যোগাযোগ করতে পারিনি। ’

বাংলানিউজের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চম্পার মোবাইলটি বেজে ওঠে। মোবাইলে কথা শেষে তিনি বলেন, মামাকে পাওয়া গিয়েছে কুর্মিটোলা হাসপাতালে। আমরা কুর্মিটোলায় যাচ্ছি। আপনারা দোয়া করেন যেন মামাকে জীবিত পাই।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।