বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মার্কিন রাষ্ট্রদূত। এসময় পারস্পরিক মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বিকেলে ৫টায় রাজশাহী নগর ভবনে মেয়র কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিল্পায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এসময় সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।
এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, আমি জেনেছি রাজশাহী শিক্ষানগর। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ এখানকার অনেক শিক্ষার্থী আমেরিকায় পড়াশোনা করে।
সেখানে তারা অনেক ভালো করছে। তাই রাজশাহী ও আমেরিকা যৌথভাবে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
সাক্ষাৎকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল। এখানে বিপুল পরিমাণ সবজি, আলু, টমোটো ও আমসহ বিভিন্ন পণ্য উৎপাদন হয়। এসব উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বাইরে দেশে রফতানি করা যাবে।
তিনি বলেন, প্রথমবার মেয়রের দায়িত্বে থাকাকালে রাজশাহীর উন্নয়নে অনেক কাজ করেছিলাম। বায়ুদূষণ রোধে ইতোমধ্যে রাজশাহী বিশ্বের এক নম্বর শহরের স্বীকৃতি পেয়েছে। ৫ বছর বিরতির পর আবারো দ্বিতীয়বার সুযোগ পেয়েছি। আগামীতে রাজশাহীকে আরো বেশি ক্লিন, গ্রিনসিটি গড়ে তুলতে চাই।
এসময় রাজশাহী সফরে আসায় মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মেয়র খায়রুজ্জামান লিটন।
আলোচনায় শেষে মার্কিন রাষ্ট্রদূতকে মহানগরে প্রবেশ ও থাকার অনুমতির প্রতীকী চাবি উপহার দেন মেয়র খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
পরে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন তাকে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখান। পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতকে দু’টি বই উপহার দেন মেয়র।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএস/আরবি/