ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হেলমেট মাথায় চলছে অফিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
হেলমেট মাথায় চলছে অফিস

দিনাজপুর: ছাদ থেকে পড়ছে সিমেন্ট বালুর পলেস্তারা। ঝরছে রঙ। হেলমেট মাথায় বসে আছে বেশ কয়েকজন। এরমধ্যে কাজ চলছে কাগজে কলমে। তাদের মনে শঙ্কা কখন বুঝি ফাঁটবে মাথা। এটি দিনাজপুরের কাহারোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রতিদিনের দৃশ্য।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ছাদের নিচে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অফিসে প্রবেশ করলে যে কেউ চমকে উঠবেন।

কারণ অনেকেই সড়কে মোটরসাইকেল চালাতে হেলমেট পরে না, কিন্তু অফিসের কাজ করতে গিয়ে হেলমেট পড়তে হচ্ছে। কারণ একটাই ঝুঁকিপূর্ণ ছাদ যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এজন্য প্রাণের ভয়ে হেলমেট পরে কাজ করছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

অফিসে সেবা নিতে আসা রহিম উদ্দীন বাংলানিউজকে বলেন, জমির কাজে এর আগেও আমি এই অফিসে এসেছি। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অফিসে ঢুকেই আমি চমকে গেছি। কারণ মানুষ তো এখন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরে না। কিন্তু এই অফিসের লোকজন হেলমেট পরে কাজ করছেন। বিষয়টি হাস্যকর হলেও তাদেরও তো প্রাণের ভয় আছে। তাই তারা হেলমেট পরে নিত্যদিনের কাজ চালাচ্ছেন।
 
কাহারোল উপজেলার সাব-রেজিস্ট্রার শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, আমাদের অফিসের অবস্থা খুবই খারাপ। যখন-তখন ভেঙে পড়ে যেতে পারে। আমরা খুব আতঙ্কে বসে কাজ করছি। তাছাড়া জনগণের বহু মূল্যবান জমির দলিলাদি এই অফিসে সংরক্ষণ করা দুস্কর হয়ে পড়েছে।  

তিনি আরও বলেন, অফিস নির্মাণ ও সংস্কারের জন্য আমি আমাদের মন্ত্রণালয়ে ২/১ দিনের মধ্যে আবেদন পাঠাবো।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।